দেশের খবর
দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোটা বিশ্বেই ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। বিশ্বের ৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা এবং বৃটেনের অবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত হয়ে ব্রিটেনে একজনের মৃত্যুও হয়েছে। ভারতেও ক্রমশ বেড়েই চলেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা।
মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ৪৯ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। মঙ্গলবার সকাল থেকেই দেশের একাধিক রাজ্য থেকে একের পর এক ওমিক্রনে আক্রান্তের খবর এসেছে। এদিন সকালে প্রথমে গুজরাতে আরও এক ওমিক্রন আক্রান্তের খবর আসে। ৪২ বছরের ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে কেনিয়া ও আবুধাবি হয় গত ৩ ডিসেম্বর দিল্লিতে নামেন। বিমানবন্দরে তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল। পরের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর আবারও টেস্ট করলে তাঁর রিপোর্ট আবারও নেগেটিভ আসে। অবশেষে ৮ ডিসেম্বর তাঁর যে টেস্ট হয়, সেই রিপোর্টেই ধরা পড়ে তিনি ওমিক্রনে আক্রান্ত। তার কিছুক্ষণ পরেই দিল্লিতে আরও ৪ জন নতুন ওমিক্রন আক্রান্তকে শনাক্ত করা হয়।
রাজস্থানেও মঙ্গলবার ৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে যে চারজন আক্রান্ত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই বিদেশ থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জইন জানিয়েছেন, এই মুহূর্তে দিল্লিতে মোট ছ’জন ওমিক্রনে আক্রান্ত। এদের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। এছাড়াও লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ওমিক্রন আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন আরও ৩ জন। তাঁদের এখনও রিপোর্ট আসেনি। কিন্তু তাঁদের প্রত্যেকেরই ওমিক্রনের মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। দেশের মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। ৪৯ জনের মধ্যে ২০ জনই মহারাষ্ট্রের। এছাড়া, রাজস্থানে ১৩ জন, দিল্লিতে ৬ জন, গুজরাতে ৪ জন, কর্ণাটকে ৩ জন এবং কেরল, অন্ধ্রপ্রদেশ ও চণ্ডীগড়ে একজন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।