বুধবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা
Connect with us

বাংলার খবর

বুধবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার থেকে বাড়ছে শেষ মেট্রো পরিষেবার সময়সীমা। আগের তুলনায় বাড়ছে মেট্রোর সংখ্যাও। মঙ্গলবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে সাতদিন প্রান্তিক স্টেশন থেকে আরও ৩০ মিনিট পর ছাড়বে শেষ মেট্রো।

পাশাপাশি এও জানানো হয়েছে, এখন থেকে সপ্তাহের কর্মব্যস্ত দিনে অর্থাৎ সোম থেকে শুক্রবার ২৭০টির বদলে মেট্রো চলবে ২৭৬টি। ১৩৮টি ডাউন ট্রেন পরিষেবা চালু থাকবে। শনিবার ২২৪টির পরিবর্তে ২৩০টি মেট্রো চলবে। রবিবার আবার ১১৪টির বদলে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১২০টি মেট্রো। অন্যদিকে, সোমবার থেকে শনিবার আগের মতোই দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো মিলবে সকাল ৭টায়। একইভাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্যও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা থেকে।

সোম থেকে শনি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য শেষ মেট্রোর সময়সীমা ৯টা ১৮মিনিট। দমদম থেকে কবি সুভাষ এবং উলটোদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ৯টায়। রবিবার দমদম, কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়ার সময় সকাল ১০টা। রাত ৮টা ৪৮ মিনিটের পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ১৮ মিনিটে। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ৯টার বদলে সাড়ে ৯টায় ছাড়বে শেষ মেট্রো। সমস্ত কোভিডবিধি মেনে মেট্রোয় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.