দেশের খবর
দেশে কমল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। ওমিক্রন প্রায় প্রত্যেক দেশে ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের পাশাপাশি করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। প্রায় প্রত্যেক দেশই আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে অনেকটাই। কিন্তু তা সত্বেও সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। ঠিক একই অবস্থা ভারতের।
দেশে ওমিক্রন থাবা আগেই বসিয়েছে। সংখ্যা দিন দিন বাড়তে বাড়তে চারশো ছাড়িয়েছে। তবে এই ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কর করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন। মৃত্যু হয়েছে ১৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৮০২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২ জনের।
স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে দেশে মোট সুস্থ্য হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৩৫৪ জন। সারা দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৬ হাজার ৭৬৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৪৫ হাজার ৪৫৫ জনের। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে ৬৭ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার ৮২টি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকাকরণ হয়েছে ৩২ লক্ষ ৯০ হাজার ৭৬৬ জনের। এখনও পর্যন্ত দেশে মোট ১৪১ কোটি ৩৭ লক্ষ ৭২ হাজার ৪২৫ জন করোনার টিকা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ছিল ০.৭৪ শতাংশ।