দেশের খবর
রাজ্যে সংক্রমণ নামল ১০ হাজারের নিচে, কলকাতাতেও কমল আক্রান্তের সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ১০ হাজারের নিচে নামল সংক্রমণ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও কমেছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৫৪ জন।
তার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭৫ জন। উত্তর ২৪ পরগনায় এক হাজার ৩১৭ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০৫ জন। বীরভূমে সংক্রমিতের সংখ্যা ৭৫০ জন। হাওড়া ও হুগলিতে সংক্রমণ সাড়ে তিনশোর নিচে নেমে এসেছে। তবে পূর্ব বর্ধমানে এখনও চারশোর উপরেই রয়েছে আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গে, দার্জিলিঙে দৈনিক আক্রান্ত বেড়ে ৫০০ ছাড়িয়ে গিয়েছে। মালদহতেও প্রায় সাড়ে তিনশো জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ লক্ষ ৪৯ হাজার ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন চার জন ও হাওড়ায় ১১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন মোট ২০ হাজার ২৬৫ জন। সংক্রমণ কমায় রাজ্যে কমেছে দৈনিক সংক্রমণের হারও। শুক্রবার সংক্রমণের হার কমে হয়েছে ১২.৫৮ শতাংশ। কলকাতায় সংক্রমণের হার ১৪.০৪ শতাংশ। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুরে সংক্রমণের হার ২০ শতাংশের বেশি। মালদহে তা ২৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার সংক্রমণমুক্ত হয়েছেন ১৯ হাজার ১১২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৭৩৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে টেস্ট হয়েছে মোট ২ কোটি ২৬ লক্ষ ২৩ হাজার ৯৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা নিয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ২২৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে মোট ১১ কোটি ৬৭ লক্ষ ৮ হাজার ২৪৮ জনের।