দেশের খবর
দেশে কিছুটা কমল করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের আর এক নাম করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ বহু মানুষের জীবন অকালে কেড়ে নিয়েছে। এবার এসেছে তৃতীয় ঢেউ। সঙ্গে যুক্ত হয়েছে ওমিক্রন। আফ্রিকা থেকে শুরু হয়েছিল ওমিক্রন।
এরপর সারা বিশ্বে ছড়িয়ে পরে এই মারন ভাইরাস। ওমিক্রন আতঙ্ক যখন বাড়ছে ঠিক সেই সময় বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। প্রত্যেক দেশের মতো ভারতেও বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। সংক্রমণ রোধের জন্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কিন্তু তা সত্বেও বাড়ছে আক্রান্তর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন। যা আগেরদিনের তুলনায় অনেকটাই কম। রবিবার আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৯৫ লক্ষ ৪৩ হাজার ৩২৮ জন। আক্রান্তর পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৯ হাজার ৮৪৮ জন।
তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার। ১৭ শতাংশ থেকে বেড়ে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ২০.৭৫ শতাংশ। একদিনে দেশে সুস্থ্য হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৩ হাজার ৪৯৫ জন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৭৪ হাজার ৭৫৩ জনের। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭১ কোটি ৬৯ লক্ষ ৯৫ হাজার ৩৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ২৭ লক্ষ ৫৬ হাজার ৩৬৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনার টিকাকরণ হয়েছে ১৬২ কোটি ২৬ লক্ষ ৭ হাজার ৫১৬ জনের।