মহানগর
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেল, কলকাতাতেই আক্রান্ত ৩ হাজার ১৯৪!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যে লাগামহীনভাবে বেড়ে চলেছে করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছয় হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে শুধু মাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন।
দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় রবিবার আক্রান্ত হয়েছেন ৯৯৪ জন। এ ছাড়া হাওড়ায় ৫৯৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৮০ জন, হুগলিতে ২১৮ জন, পশ্চিম বর্ধমানে ২৫৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। নদীয়া এবং বীরভূমেও সংক্রমিতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহে আক্রান্তের সংখ্যা কমলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৬ লক্ষ ৪৯ হাজার ১৫০ জন। রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৫.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।
এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন মোট ১৯ হাজার ৭৮১ জন। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই লাফিয়ে বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ১৭ হাজার ৩৮ জন। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই সক্রিয় রোগী রয়েছেন ৮ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ৬৩৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট টেস্ট হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা নিয়েছেন ১০ লক্ষ ৮ হাজার ২৯০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ২৭৫ জনের।