দেশের খবর
দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমল। তবে গত তিনদিন ধরে সাত হাজারের ঘরেই রয়েছে সংক্রমণের সংখ্যা। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৫০ জন।
এখনও পর্যন্ত গোটা অতিমারী পর্বে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৬ লক্ষ ৯৭ হাজার ৮৬০ জন। আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২০২ জন। এর মধ্যে অধিকাংশই মারা গিয়েছেন কেরলে। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৭৫ হাজার ৬৩৬ জন। তবে আধুনিক সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ০.৮৬ শতাংশ। আক্রান্তের সংখ্যা কমায় দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৮২৫ জন।
দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯১ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৫৫ হাজার ৬৯২ টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৫ কোটি ৬৬ লক্ষ ৭২ হাজার ৪৫১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ১৯ লক্ষ ১০ হাজার ৯১৭ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৩৩ কোটি ১৭ লক্ষ ৮৪ হাজার ৪৬২ জনের।