দেশের খবর
রাজ্যে কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, কলকাতায় আক্রান্ত ৫ হাজার ৫৫৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার রাজ্য স্বাস্থ্য দফরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলিতেও কমেছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৬ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪ হাজার ২৯৭ জন। হাওড়ায় ১ হাজার ৬২৫ জন ও হুগলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৩৪ জন। তবে দক্ষিণ ২৪ পরগনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৫ জন। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও বেড়েছে দৈনিক সংক্রমণ। তবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে সামান্য হলেও কমেছে সংক্রমণ। তবে রাজ্যে তাৎপর্যপূর্ণ ভাবে বেড়েছে দৈনিক আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ। সংক্রমণের পাশাপাশি সামান্য হলেও কমেছে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় তিন জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৯১৭ জন। সোমবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ৮ হাজার ১৮৭ জন। বাংলায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে ৮৯ হাজার ১৯৪ জন। কলকাতায় সক্রিয় রোগী রয়েছেন ৩৩ হাজার ২৩৯ জন। কলকাতার পাশাপাশি সব জেলাতেই বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্টও হয়েছে কম। রাজ্যে গত একদিনে টেস্ট হয়েছে ৫১ হাজার ৬৭৫ জনের।