দেশের খবর
দেশে কিছুটা কমল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা এবং নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬১। গতকাল সেই সংখ্যা ছিল ৪ হাজার ৩৩। ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭১১ জন।
ওমিক্রন আক্রান্তের সংখ্যাতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। সেই রাজ্যে মোট ওমিক্রনে আক্রান্ত ১ হাজার ২৪৭ জন। এর পরেই রয়েছে যথাক্রমে রাজস্থান (৬৪৫), দিল্লি (৫৪৬), কর্নাটক (৪৭৯), কেরল (৩৫০), উত্তরপ্রদেশ (২৭৫) এবং গুজরাত (২৩৬)। ওমিক্রন আক্রান্তের তালিকায় ১৫ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২৭ জন। তার মতে সুস্থ হয়ে উঠেছেন ১০ জন। যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা, বাস্তবে এই সংখ্যাটা অনেকটাই বেশি। কারণ আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে করোনা সংক্রমণ ধরা পড়লেও সংশ্লিষ্ট ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে অনেকটাই সময় লাগছে। ওমিক্রন টেস্টের জন্য যে জিনোম সিকোয়েন্সিং-এর দরকার, তা সমস্ত জায়গায় হচ্ছে না।
এদিকে, গত কয়েকদিন লাফিয়ে বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। তবে, অবশেষে সংক্রমণ কিছুটা কমল এদিন। সংক্রমণ কমেছে ৬.৪ শতাংশ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। সোমবার সেই সংখ্যা ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩। মহারাষ্ট্র, দিল্লিতেও কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৩৩ হাজার ৪৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দিল্লিকে টপকে সংক্রমণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৬৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ২৭৭ জনের।
গতকাল সেই সংখ্যা ছিল ১৪৬। অর্থাৎ মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। দেশে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৩৬ শতাংশে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। পজিটিভিটি রেট ১০.৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ৭৯ হাজার ৯২৮ জনের। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৬৯ কোটি ৩১ লক্ষ ৫৫ হাজার ২৮০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৯২ লক্ষ ৭ হাজার ৭০০ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৫২ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার ২৯৪ জনের।