দেশের খবর
দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা নামল ছয় হাজারের ঘরে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল। আক্রান্তের সংখ্যা কমে আবার নামল ছয় হাজারের ঘরের। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন।
এর মধ্যে কেরলে ২ হাজার ৫১৪ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৯ জন। এই নিয়ে মহারাষ্ট্রে পরপর দু’দিন আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের হার ছিল ০.৫৮ শতাংশ। আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৩৭৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মারা গিয়েছেন মোট ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জন।
সংক্রমণ কমায় সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭৭৫ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী হয়েছেন ৭৭ হাজার ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৬৫ হাজার ৮৮৭টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে, ৬৬ কোটি ৯৮ লক্ষ ৯ হাজার ৮১৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৭ লক্ষ ৪৪ হাজার ৬৫২ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪০ কোটি ৩১ লক্ষ ৬৩ হাজার ৬৩ জনের।