দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়ালো
Connect with us

দেশের খবর

দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়ালো

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরে ১০ হাজারের নিচে থাকলেও শুক্রবার দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়ার পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন।

কেরলে আক্রান্তের সংখ্যা বেড়ে ছ’হাজার হওয়াতেই দেশে সংক্রমণ বেড়েছে। গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৪৩১ জন। সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। এর মধ্যে ৩৮৪ জনই কেরলের। মহারাষ্ট্রে ৫০, তামিলনাড়ুতে ১৭ এবং পশ্চিমবঙ্গে ১১ জনের মৃত্যু হয়েছে। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা দশের নিচেই রয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৭ হাজার ৪৬৮ জন। সংক্রমণ বাড়ায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১৯৩ জন। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১০ হাজার জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ০.৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৮১ হাজার ২৪৬টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৩ কোটি ৭১ লক্ষ ৬ হাজার ৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৮৩ লক্ষ ৮৮ হাজার ৮২৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১২০ কোটি ২৭ লক্ষ ৩ হাজার ৯৫৯ জনের।

Advertisement