রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
Connect with us

দেশের খবর

রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১০ হাজার ৯৫৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। কলকাতা, হাওড়া, হুগলিতেও কমেছে সংক্রমণ।

কলকাতায় নতুন করে ১ হাজার ৭৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ৭৫০ জন, বীরভূমে ৭৭৭ জন, মালদহয় ৪৮০ জন, জলপাইগুড়িতে ৪৬৮ জন, নদীয়ায় ৫৩০ জন, পূর্ব বর্ধমানে ৫৬৩ জন, হাওড়ায় ৫১৮ জন, হুগলিতে ৪৬৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ লক্ষ ৩৯ হাজার ৯২০ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমে হয়েছে ১৬.২৭ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমণের হার ২০ শতাংশের নিচে নেমেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৭.০৭ শতাংশ। হুগলিতে ১০ শতাংশের আশপাশে থাকলেও হাওড়ায় ২২.২০ শতাংশ।

উত্তরবঙ্গের যে চার জেলায় দৈনিক সংক্রমণ ২৫ শতাংশের বেশি, সেগুলি হল- দার্জিলিঙ, মালদহ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এর মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই মারা গিয়েছেন ১৪ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন মোট ২০ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৮১৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৭ লক্ষ ৭৪ হাজার ৮৮১ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার ছিল ৯১.৪৯ শতাংশ। রাজ্যে গত একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬ হাজার ৮৯৩। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে টেস্ট হয়েছে মোট ২ কোটি ২৫ লক্ষ ৫১ হাজার ২০৮ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা নিয়েছেন ৫ লক্ষ ৮৮ হাজার ১৭৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে মোট ১১ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৬০৪ জনের।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.