দেশের খবর
দেশে করোনার সংক্রমণ সাত হাজারের ঘরের রইল, কমেছে মৃত্যুর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে করোনার দৈনিক সংক্রমণ সাত হাজারের ঘরেই রয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৪৫ জন। এর মধ্যে ৩ হাজার ৪৭১ জনই কেরলে আক্রান্ত।
মহারাষ্ট্রে আক্রান্ত ৯০২, তামিলনাড়ুতে ৬২১ এবং পশ্চিমবঙ্গে ৫৮০ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৭ লক্ষ ৩৩ হাজার ১৯৪ জন। আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৯ জনের। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মারা গিয়েছেন ২৪৩ জন। গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ০.৫৭ শতাংশ।
সংক্রমণ কমার পাশাপাশি দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগের সংখ্যা কমেছে ১ হাজার ৮৫০ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৮৪ হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৪৫ হাজার ৪০২টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৬৬ কোটি ২৭ লক্ষ ৯৭ হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘন্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৬২ লক্ষ ৬ হাজার ২৪৪ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৩৬ কোটি ৬৬ লক্ষ ৫ হাজার ১২৩ জনের।