দেশের খবর
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল! ওমিক্রনে সংক্রমিত ১ হাজার ৮৯২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে কোভিডের তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। দেশে বেড়েই চলেছে করোনা এবং ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন। দেশে সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত একদিনে সেখানে ১২ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ২৬১ জন। সংক্রমণ বাড়ার দেশে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ২৮ হাজার ১৭ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩.২৪ শতাংশ। সংক্রমণ বাড়ায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৮৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৫৪ হাজার ৩০২টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৮ কোটি ২৪ লক্ষ ২৮ হাজার ৫৯৫ জনের। সংক্রমণ বাড়ায় বাড়ানো হয়েছে টিকাকরণের সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৯৯ লক্ষ ২৭ হাজার ৭৯৭ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৪৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৪৬৪ জনের। করোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। দেশে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়ে দিয়েছেন দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান চিকিৎসক এন কে অরোরা। দেশে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৬৬ জন। তবে দেশের মোট ওমিক্রন আক্রান্তের ৭৫ শতাংশই মুম্বই, দিল্লি, কলকাতার মেট্রো শহর গুলি থেকে বলেই জানিয়েছেন এন কে অরোরা। ওমিক্রন সংক্রমণেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৫৬৮ জন। এরপরই রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৩২৮ জন।
এ ছাড়াও কেরলে ১৮৫, রাজস্থানে ১৭৪, গুজরাতে ১৫২, তামিলনাড়ুতে ১২১ জন আক্রান্ত হয়েছেন। পঞ্চাশের উপরে ওমিক্রন আক্রান্ত তেলঙ্গানা, কর্ণাটক এবং হরিয়ানায়। এ ছাড়া ওড়িশায় ৩৭ এবং পশ্চিমবঙ্গে ২০ জন এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশে প্রথম ওমিক্রনের হদিশ মেলার পর মোট আক্রান্ত করোনা রোগীর মধ্যে ১২ শতাংশই করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হচ্ছিলেন। সেই হারটা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। তবে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ শতাংশই উপসর্গহীন। যা সব থেকে বেশি উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক মহলে।