দেশের খবর
দেশে একদিনে করোনা আক্রান্তর সংখ্যা প্রায় ২ লক্ষ ৭০ হাজারে পৌঁছে গেল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা। গত দু’বছর ধরেই সারা বিশ্ব জুরে আতঙ্কের মাত্রা বাড়িয়ে চলেছে এই মারণ ভাইরাস। বহু মানুষের মৃত্যু হয়েছে এই অতিমারীতে। তৃতীয় ঢেউ আসার পর সারা বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।
বিশ্বের প্রায় প্রত্যেক দেশের জনজীবন বিপন্ন। পাশাপাশি ভারতেও ব্যাপক হারে বেড়ে চলেছে করোনা আক্রান্তর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণ বেড়েছে ১৬.৬৬ শতাংশ। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। দৈনিক সংক্রমণের নিরিখে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। সেখানে এক দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০২ জনের।
দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৬.৬৬ শতাংশ। চিন্তা বাড়াচ্ছে সুস্থতার হারও। এই মুহূর্তে দেশে করোনায় সুস্থতার হার ৯৪.৮৩ শতাংশ। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৯ লক্ষ ৮৭ হাজার ৩৯০ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ১৩ হাজার ৭৪০টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭০ কোটি ৭ লক্ষ ১২ হাজার ৮২৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৮ লক্ষ ২ হাজার ৯৭৬ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৫৬ কোটি ২ লক্ষ ৫১ হাজার ১১৭ জনের। করোনার পাশাপাশি দেশে বাড়ছে ওমিক্রনে আক্রান্তর সংখ্যাও। দেশে এই মুহূর্তে মোট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪১ জন। এখনও পর্যন্ত ওমিক্রন থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৮৮ জন। করোনা এবং ওমিক্রন রোধ করারা জন্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করলেও আক্রান্তর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।