দেশের খবর
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল, সংক্রমণে দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বড়দিন এবং বর্ষবরণের সেলিব্রেশনর ঠেলায় দেশে লাফিয়ে বাড়ছে এবং করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সেই সংখ্যাটা ৩৩ হাজার ছাড়াল। রবিবারের তুলনায় দেশে সংক্রমণ বেড়েছে ২২.৫ শতাংশ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৫০ জন।
এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭৭ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। বাংলায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। দিল্লিতে ৩ হাজার ১৯৪ জন, কেরলে ২ হাজার ৮০২ জন, তামিলনাড়ুতে ১ হাজার ৫৯৪ জন আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের ৭৫.৯ শতাংশ সংক্রমণই এই ৫ রাজ্য থেকে হচ্ছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৫.১৯ শতাংশই মহারাষ্ট্রের। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৯ লক্ষ ২২ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের।
এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩ জন। করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ১৭৫ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭০০। এরমধ্যে ৬৩৯ জন এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যের নিরিখে সর্বাধিক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। বর্তমানে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১০।
এরপরই রয়েছে দিল্লি। রাজধানীতে ৩৫১ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। কেরলে ১৫৬, গুজরাতে ১৩৬, তামিলনাড়ুতে ১২১, রাজস্থানে ১২০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৮৪৬ জন। দেশে এখনও অবধি মোট ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ২২ হাজার ৭৮১ জন।