দেশের খবর
দেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আশঙ্কা সত্যি করে ইউক্রেন আক্রমণ করল রাশিয়া। ফলে শুরু হয়ে গেল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। স্বাভাবিক ভাবেই সেই যুদ্ধের আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে যখন যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে পড়েছে ঠিক সেই সময় করোনা থেকে মুক্তির আশা দেখতে শুরু করেছে মানুষ।
ঠিক একই অবস্থা দেশের। করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। প্রত্যেক দিন যেমন কমছে করোনা আক্রান্তের সংখ্যা ঠিক তেমনই বাড়ছে করোনা থেকে সুস্থ্যতার হার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৯৯ জন। পাশাপাশি করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ২৩ হাজার ৫৯৮ জন। এছাড়াও কমেছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৫ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১২ হাজার ৩৫৪ জন। ফলে ধীরে ধীরে করোনা থেকে স্বস্তি ফিরতে চলেছে দেশে।