দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল
Connect with us

দেশের খবর

দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : স্বস্তি ফিরতে চলেছে দেশে। পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করেছে। স্কুল, কলেজ খুলছে। বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া শুরু হয়েছে। ফলে দেশ আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। কিন্তু এই করোনার বিরুদ্ধে লড়াই সহজ ছিল না। তৃতীয় ঢেউ আসার পর, তা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ফলে দিন দিন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। পাশাপাশি, অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা।

গত কয়েকদিন ধরেই টানা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০৬ জনের। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯০১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২২ হাজার ৫৬ জন। সুতরাং, বলাই বাহুল্য করোনা থেকে ধীরে ধীরে স্বস্তি ফিরছে দেশে।

Continue Reading
Advertisement