দেশের খবর
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দু’লাখ ছুঁই ছুঁই, বাড়ল মৃত্যুর সংখ্যাও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা আবার বাড়ল। মঙ্গলবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে দুই লাখের দরজায় কড়া নাড়ছে। কেন্দ্রীয় সরকার বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করছে।
কিন্তু তবুও উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন সংক্রামিত হয়েছিলেন। সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৪০৫ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫১০ জন। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৪৪২ জনের। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৭৭। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৪ হাজার ৬৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১১.০৫ শতাংশ।এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৬১ হাজার ৯০০টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৬৯ কোটি ৫২ লক্ষ ৭৪ হাজার ৩৮০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৮৫ লক্ষ ২৬ হাজার ২৪০ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৩ কোটি ৮০ লক্ষ ৮ হাজার ২০০ জনের। করোনার পাশাপাশি দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮। গতকাল সেই সংখ্যাটা ছিল ৪ হাজার ৪৬১। এখনও পর্যন্ত ওমিক্রন থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮০৫ জন।