দেশের খবর
দেশে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে তিন লক্ষ ছাড়িয়ে গেল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন এবং করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও। ফলে বাড়ছে উদ্বেগ। সংক্রমণ রোধের জন্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
এছাড়া ষাটোর্ধ্ব এবং করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তা সত্ত্বেও আটকানো যাচ্ছে না সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে দেশে ৩ লক্ষ ছাড়ালো করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউয়ে এই প্রথম দেশে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়ালো। ওমিক্রন আতঙ্কের মাঝেই ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। বুধবার সংখ্যাটা ছিল ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৮২ লক্ষ ১৮ হাজার ৭৭৩ জন। সামন্য বেড়েছে দৈনিক মৃত্যুও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। বুধবার করোনায় মারা গিয়েছিলেন ৪৪১ জন। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৭ হাজার ৬৯৩ জন।
সংক্রমণ বাড়ায় বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। বুধবার সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। দেশে একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২৩ হাজার ৯৯০ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৯ লক্ষ ২৪ হাজার ৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৩৫ হাজার ১৮০ জনের। দেশে এখনও পর্যন্ত টেস্ট হয়েছে মোট ৭০ কোটি ৯৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭৩ লক্ষ ৩৮ হাজার ৫৯২ জন। দেশে এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে মোট ১৫৯ কোটি ৬৭ লক্ষ ৫৫ হাজার ৮৯৭ জনের। করোনার পাশাপাশি দেশে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। এখনও পর্যন্ত দেশে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ২৮৭ জন।