দেশে কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
Connect with us

দেশের খবর

দেশে কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : অনেকদিন একটানা করোনা আক্রান্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় দেশে কিছুটা বাড়ল সংক্রমণ। করোনার তৃতীয় ঢেউ আসার পর দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা চার লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। এরপর করোনা রোধ করার জন্য সরকার একাধিক পদক্ষেপ করেছিল।

পাশাপাশি জারি করেছিল বেশ কিছু বিধি নিষেধ। এরপরেই আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে শুরু করে। সরকার বিধি-নিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত কিছুদিন যাবত একটানা অনেকটাই কমতে শুরু করেছিল সংক্রমণ। কিন্তু গত ২৪ ঘণ্টায় কিছুটা বাড়ল আক্রন্তের সংখ্যা। মঙ্গলবার দেশে করোনা আক্রান্ত হয়েছিল ১৩ হাজার ৪০৫ জন। কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০২ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ৩১ হাজার ৩৭৭ জন। এছাড়া সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৮ জনের।

Continue Reading
Advertisement