রবিবারের তুলনায় দেশে অনেকটাই কমেছে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা
Connect with us

দেশের খবর

রবিবারের তুলনায় দেশে অনেকটাই কমেছে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে রবিবারের তুলনায় অনেকটাই কমেছে করোনায় মৃত্যু সংখ্যা। দৈনিক সংক্রমণও গতকালের তুলনায় কিছুটা কমেছে। তবে আক্রান্তের সংখ্যা রয়েছে ৮ হাজারের ঘরেই। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৯ জন।

দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৭৯০ জন। দেশে কদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯০৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ৪০ লক্ষ ৮ হাজার ১৮৩ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৮৫৯ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৬ লক্ষ ৩৪ হাজার ৪৪৪।

মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৯৪১ জন। সুস্থ হয়েছেন ৬৪ লক্ষ ৮১ হাজার ৬৪০ জন। সক্রিয় রোগী রয়েছেন ১১ হাজার ৮৬৩ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ লক্ষ ৩৩ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে মোট ৩৯ হাজার ৮৩৮ জনের। সুস্থ হয়েছেন ৫০ লক্ষ ৪৬ হাজার ২১৯ জন। সক্রিয় রোগী রয়েছেন ৪৭ হাজার ৬৫২ জন। কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৯ লক্ষ ৯৫ হাজার ৬০০। মৃত্যু হয়েছে ৩৮ হাজার ১৯৮ জনের। সুস্থ হয়েছেন ২৯ লক্ষ ৫০ হাজার ৫৪২ জন। সক্রিয় রোগী রয়েছেন ৬ হাজার ৮৬০ জন।

Advertisement

তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৭ লক্ষ ২৫ হাজার ৪৬৭। মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৪৬৩ জনের। সুস্থ হয়েছেন ২৬ লক্ষ ৮০ হাজার ৬৬৭ জন। সক্রিয় রোগী রয়েছেন ৮ হাজার ৩৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৬ লক্ষ ১৪ হাজার ৮৬৭। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৬২ জনের। সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৮৭ হাজার ৬০১ জন। সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৮০৪ জন।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.