দেশের খবর
দেশে করোনা ও ওমিক্রনে আক্রান্তর সংখ্যা লাফিয়ে বাড়ছে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা প্রথম এবং দ্বিতীয় ঢেউ সারা বিশ্বের মানুষকে কাঁদিয়ে দিয়েছিল। বহু জীবন অকালে চলে গিয়েছিল এই মারণ ভাইরাসের জন্য। তারপর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু গত নভেম্বর মাস থেকে আফ্রিকায় হানা দেয় করোনার নতুন প্রজাতি ওমিক্রন।
আফ্রিকা থেকে সারা বিশ্বে ওমিক্রন ছড়িয়ে যেতেই করোনার প্রভাব বেড়ে গিয়েছে। ওমিক্রনের পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করেছে। প্রত্যেক দেশের পাশাপাশি ভারতেও করোনা আক্রান্তর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। এখনও পর্যন্ত দেশ করোনার আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন। মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। এরমধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ১০৬ জনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪১ হাজার ৭৭৯ জন। সামান্য কমেছে সংক্রমণের হারও।
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১৬.২৮ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন।গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৬৫ হাজার ৪০৪ জনের। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭০ কোটি ২৪ কোটি ৪৮ হাজার ৮৩৮টি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৬৬ লক্ষ ২১ হাজার ৩৯৫ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৫৬ কোটি ৭৫ লক্ষ ১৫ হাজার ৪৫৪ জনের। করোনার পাশাপাশি ওমিক্রনের সংক্রমণও ঊর্ধ্বমুখী। দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৪৩ জন। সংক্রমণ বাড়ছে, ফলে প্রতিরোধের জন্য সরকার একের পরএক পদক্ষেপ নিয়েছে। ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ এবং ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হয়েছে।