দেশের খবর
গত মার্চের পর দেশে সক্রিয় রোগীর সংখ্যা সর্বনিম্ন, কমল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন।
গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৬ লক্ষ ৯০ হাজার ৫১০ জন। আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৩০৬ জন। গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ০.৬৫ শতাংশ।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর রয়েছেন ৯২ হাজার ২৮১ জন। যা গত মার্চের পর সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৮৯ হাজার ৪৫৯ জনের। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৫ কোটি ৫৮ লক্ষ ১৬ হাজার ৭৫৯ টি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৮৯ লক্ষ ৫৬ হাজার ৭৮৪ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৩২ কোটি ৯৩ লক্ষ ৮৪ হাজার ২৩০ জনের।