আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই করোনা প্রতিরোধ এবং সাইবার ক্রাইমকে গুরুত্ব কলকাতার নতুন নগরপাল বিনীত গোয়েলের
Connect with us

দেশের খবর

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই করোনা প্রতিরোধ এবং সাইবার ক্রাইমকে গুরুত্ব কলকাতার নতুন নগরপাল বিনীত গোয়েলের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আনুষ্ঠানিকভাবে কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল। অবসর নিলেন বিদায়ী নগরপাল সৌমেন মিত্র। শুক্রবার বিদায়ী নগরপালের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন বিনীত গোয়েল। রাজ্যে আবারও করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে ওমিক্রন আতঙ্ক।

প্রতিদিনই রাজ্যে করোনা ও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ক্রমবর্ধমান এই কোভিড পরিস্থিতিই বড় চ্যালেঞ্জ নতুন নগরপালের কাছে। তাই দায়িত্ব নিয়েই নতুন নগরপাল জানিয়ে দিলেন সকলকেই মানতে হবে কোভিড বিধি। যারা মাস্ক পরে বের হবেন না, প্রয়োজনে পুলিশের পক্ষ থেকে তাঁদের মাস্ক বিলি করা হবে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ছাড়াও ট্র্যাফিক ও সাইবার ক্রাইমকে নিয়ন্ত্রণে আনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। কলকাতাকে নিরাপদ এবং সুরক্ষিত রাখাই যে তাঁর সব থেকে বড় কাজ, সেটাও জানিয়ে দিয়েছেন নতুন নগরপাল। শুক্রবার বর্ষবরণের সেলিব্রেশনে পার্ক স্ট্রিটে জনসমাগম করতে দেওয়া হবে না বলেই আশ্বস্ত করেছেন তিনি।

বিনীত গোয়েল বলেছেন, ‘সকলের কাছেই আমার বিনীত অনুরোধ, আপনারা কোভিড বিধি মেনে চলুন। সকলে মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। এবং অবশ্যই কোভিড বিধি মেনেই আনন্দ করুন। বর্ষবরণের জন্য আজ পার্কস্ট্রিটে মানুষজন আসবেন। তবে অযথা ভিড় হতে আমরা দেব না। যারা মাস্ক পরে আসবেন না তাদের আমরা মাস্ক বিলি করব। তারপরও যারা মাস্ক পরবেন না, তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। করোনার জন্য গত দু’বছরে মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। মাঝে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। কিম্তু ফের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগও বাড়ছে। পুলিশের একার পক্ষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সংক্রমণ রুখতে মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এই পরিস্থিতিতে মানুষকেই মানুষের পাশে দাড়াঁতে হবে। পুলিশ একা পারবে না।’ আজ তিনি গোটা শহর ঘুরে দেখবেন বলেও জানিয়েছেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.