খেলা-ধূলা
এটিকে মোহনবাগানের নতুন কোচ হচ্ছেন এফসি গোয়ার বর্তমান কোচ হুয়ান ফেরান্দো

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত চার ম্যাচে ব্যর্থতার দায় নিয়ে শনিবারই আচমকাই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন অ্যান্টোনিও লোপজ হাবাস। তার জায়গায় আপাতত দলের দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানাকে।
২৪ ঘণ্টা যেতে না যেতেই এটিকে মোহনবাগানের পরবর্তী কোচের নাম প্রকাশ্যে চলে এল। রয় কৃষ্ণদের কোচ হচ্ছেন এফসি গোয়ার বর্তমান কোচ হুয়ান ফেরান্দো। আর এটিকে মোহনবাগানের দায়িত্ব নেওয়ার জন্য এফসি গোয়ার কোচের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই ৪০ বছর বয়সী স্প্যানিশ কোচকে দলে নিল এটিকে মোহনবাগান। আইএসএলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় আলাদা করে আর কোয়ারান্টিনে থাকতে হবে না বাগানের নতুন কোচকে। তবে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে সরকারিভাবে নতুন কোচ হিসেবে হুয়ান ফেরান্দোর নাম এখনও ঘোষণা করা হয়নি।
রবিবার দুপুরেই এফসি গোয়ার অন্যতম কর্ণধার অক্ষয় ট্যান্ডনের টুইটেই ফেরান্দোর কোচ হওয়ার খবর সামনে চলে আসে। তিনি লেখেন, ‘হতাশার সঙ্গে জানাচ্ছি হুয়ান ফেরান্দো আমাদের কাছে রিলিজ লেটার চেয়েছেন। এটিকে মোহনবাগানে যোগ দিতে যাতে তার অসুবিধে না হয়, তার জন্য রিলিজ চেয়েছেন। আমাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে গেলে ওঁকে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের উপায় নেই। তবে যে ভাবে আজ সকালেই উনি রিলিজ ক্লজ চেয়েছেন তাতে আমরা অবাক। কোনও আলোচনা বা দরাদরির জায়গাই রাখেননি উনি।’