দেশের খবর
মুঘলরা গুরুত্ব পেয়েছে, তাই নতুন ইতিহাস লেখার আশ্বাস অমিত শাহর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে যখন উত্তাল গোটা দেশ, তখনই ‘নিজেদের ইতিহাস’ লেখা হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের প্রাচীন ইতিহাসে কারা হানাদার, আর কারাই বা ভূমিপুত্র- সেই নিয়ে চলছে জোর বিতর্ক। তার মাঝেই শনিবার দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ জানিয়েছেন, মৌর্য, গুপ্ত, চোলদের গুরুত্ব না দিয়ে মুঘলদেরই বেশি গুরুত্ব দিয়েছেন ইতিহাসবিদরা। তারপরই তিনি বলেন, ‘তাই এবার নিজেদের ইতিহাস লেখার সময় এসে গিয়েছে। নিজেদের ইতিহাস লেখা থেকে আর কেউ আমাদের আটকাতে পারবে না। আমরা এখন স্বাধীন।’
শনিবার দিল্লিতে রাজপুতানার ইতিহাস সংক্রান্ত ‘মহারণ: সহস্র বর্ষের ধর্মযুদ্ধ’ বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিহাসবিদরা শুধু মুঘলদের কথাই লিখেছেন। কিন্তু মৌর্য গুপ্ত, চোলেদের কথা আড়ালেই থেকে গিয়েছে। ভারতে প্রায় ৮০০ বছর রাজত্ব করেছে পান্ড্যুরা। ভারতে চোল ও পল্লবরা ৬০০ বছর রাজত্ব করেছিল। মৌর্যদের সাম্রাজ্য আফগানিস্তান থেকে লঙ্কা পর্যন্ত বিস্তৃত ছিল। গুপ্ত সম্রাজ্য ছিল চারশো বছর। অসমে প্রায় ৬৫০ বছর ছিল অহোম সাম্রাজ্য। বখতিয়ার খিলজি ও আওরঙ্গজেবকে পরাজিত করেছিল অহোমরা।’
অখন্ড ভারত গঠনে সমুদ্রগুপ্তের ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের ভাষা, ধর্ম, সংস্কৃতিকে বাঁচাতে হাজার হাজার বছর ধরে লড়াই হয়েছে। সেই লড়াই বৃথা যায়নি। দেশের তথ্যসম্বলিত সেই প্রকৃত ইতিহাস তুলে ধরতেই আমাদের নতুন করে ইতিহাস লিখতে হবে।’