Uncategorized
একরত্তি শিশুকে অন্যের কোলে দিয়ে বাজার করতে গিয়ে বেমালুম ভুলে গেলেন মা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একরত্তি শিশুকে অন্যের কোলে দিয়ে বাজার করতে গিয়ে বেমালুম ভুলে গেলেন মা! মনে পড়তেই শুরু হল খোঁজাখুঁজি। খুঁজে না পেয়ে শিশু নিখোঁজের অভিযোগ দায়ের করেন থানায়। সেই খবর পেয়েই শিশুকে নিয়ে থানায় হাজির সেই মহিলা।
ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাঁপদানি বাজারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজারে শাড়ি কিনতে গিয়েছিলেন চাঁপদানী আটা রোডের বাসিন্দা জুঁই দেবী। তাঁর কোলে ছিল তাঁর দেড় মাসের শিশু পুত্র। শিশুকে কোলে নিয়ে শাড়ি পছন্দ করতে অসুবিধে হচ্ছিল। তাই পাশে দাঁড়ানো কুসুম দেবী নামে এক মহিলার কোলে শিশুকে দিয়ে শাড়ি পছন্দ করতে থাকেন জুঁই দেবী। পরিচয় না থাকলেও ফুটফুটে ওই শিশুকে কোলে নিয়ে তাকে ভোলাতে ব্যস্ত হয়ে পড়েন বাজার করতে আসা কুসুম দেবী। এই দোকান ওই দোকান ঘুরে শাড়ি দেখতে দেখতে অনেকটা এগিয়ে যান জুঁই। শাড়ি কেনায় এতটাই মশগুল হয়ে পড়েছিলেন যে ছেলের কথা বেমালুম ভুলে গিয়েছিলেন জুঁই।
এদিকে ওই শিশুর মাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন কুসুম। মায়ের দেখা না পেয়ে শিশুকে নিয়ে বাড়ি চলে যান কুসুম। ওদিকে অনেক পরে শিশুর কথা মনে পড়লে খোঁজ শুরু করেন জুঁই। কুসুম ও নিজের সন্তানকে খুঁজে না পেয়ে সোজা চাঁপদানি ফাঁড়িতে গিয়ে শিশু নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন জুঁই। পুলিশকে গোটা ঘটনার কথা জানান। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কুসুমকে চিহ্নিত করে। স্থানীয় মানুষ এবং জন প্রতিনিধিদেরও ওই মহিলার ছবি দেখানো হয়। পুলিশ খোঁজাখুঁজি করছে খবর পেয়েই বুধবার বেলার দিকে শিশুকে কোলে নিয়ে চাঁপদানি ফাঁড়িতে হাজির হন কুসুম। ফাঁড়ির পুলিশ অধিকারিকদের গোটা ঘটনার কথা জানান। খবর দেওয়া হয় জুঁই দেবীকে। বিকেলে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে শিশুকে ফিরিয়ে দেওয়া হয় জুঁইয়ের কাছে। স্থানীয় কো-অর্ডিনেটর জিতেন্দ্র সিং জানিয়েছেন, ‘কুসুমের সন্তান সম্প্রতি মারা গিয়েছে। তাই জুঁইয়ের সন্তানকে পেয়ে হয়তো সেই দুঃখ ভুলতে চেয়েছিল কুসুম। কিন্তু যখন সে শুনছে যে শিশুটি চুরি হয়েছে বলে খোঁজ চলছে, তখন তিনি নিজেই শিশুটিকে ফাঁড়িতে নিয়ে আসেন।’