Uncategorized
তিন বছরের শিশুকে ভাল্লুকের খাঁচায় ফেলে দিলেন মা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিন বছরের মেয়েকে ভাল্লুকের খাঁচায় ফেলে দিলে মা! ভয়াবহ ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের তাসখন্ড চিড়িয়াখানায়। ইতিমধ্যেই সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার নৃশংসতা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। যদিও শিশুকন্যাটিকে ছুঁয়েও দেখেনি ভাল্লুকটি।
তবে উঁচু থেকে ছুঁড়ে ফেলায় মাথায় বড় আঘাত পেয়েছে শিশুটি। বর্তমানে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে শিশুটির। ঘটনার পর অভিযুক্ত মা’কে আটক করেছে পুলিশ। দোষী সাব্যস্ত হলে খুনের চেষ্টার অভিযোগে তাঁর ১৫ বছরের জেল হতে পারে বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, উজবেকিস্তানের তাসখন্দ চিড়িয়াখানায় ভাল্লুকের খাঁচার বাইরে থেকে পা ধরে ঝুলিয়ে দিয়েছেন মা। চিৎকার করছে শিশুকন্যাটি। কিছুক্ষণ পরই শিশুটিকে ছুঁড়ে ফেলে দেন তিনি খাঁচার ভিতরে। যাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তাঁরাও গোটা ঘটনায় হকচকিত হয়ে যান।
অনেকেই চিৎকার করে ওই মহিলাকে বিরত করার চেষ্টা করলেও তিনি তাতে কান দেননি। যদিও মহিলা নির্দয়ের মতো আচরণ করলেও চিড়িয়াখানাটির অন্যতম আকর্ষণ বাদামি রংয়ের ভাল্লুক ‘জুজু’ কিন্তু যথেষ্টই সদয় ছিল শিশুটির উপর। শিশুটিকে শুঁকে সেখান থেকে চলে যায় ভাল্লুকটি। বরাত জোরে বেঁচে যায় শিশুকন্যাটি। তবে এত ওপর থেকে পড়ায় শিশুটির মাথায় গুরুতর চোট লাগে। চিড়িয়াখানার ছ’জন কর্মী ভাল্লুককে আটকে রেখে শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে। শিশুটি বর্তমানে স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে।