বাংলার খবর
মোবাইল চোরকে হাতে নাতে ধরল জনতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পকেটে মোবাইল নিয়ে বাইরে বেরিয়ে নিশ্চিন্তে ঘুরতে ঘুরতে হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলেন আপনার মোবাইল ফোনটি নেই। হাতে মোবাইল নিয়ে ঘোরার সময় বাইক নিয়ে এসে কেউ ছো মেরে নিয়ে চলে গেল। প্রতিদিনই এইভাবে মোবাইল চুরির ঘটনা আকছার ঘটছে। এক কথায় মোবাইল চোরের উৎপাত এতোটাই বেড়ে গিয়েছিল যে তার থেকে নিস্তার পাওয়ার কোনও লক্ষণ ছিল না।
মোবাইল চুরি হয়ে গেলেও থানায় অভিযোগ করেও কোনও ফল হচ্ছিল না। বরং মোবাইল চোরের উৎপাত দিন দিন বেড়েই যাচ্ছিল। শুধু মোবাইল চোর নয়, অন্যান্য চুরির ঘটনাও দিন দিন বেড়ে যাচ্ছিল। এই রকম এক মোবাইল চোর ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকায়। রবিবার সকালে একটা চুরি যাওয়া মোবাইল হাত বদল করতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবক। ধরা পড়া মাত্র উপস্থিত জনতা অভিযুক্ত যুবকের ওপর চড়াও হয়। শুরু হয় গণধোলাই। কিছুক্ষণ গনধোলাই দেওয়ার পর চোরকে পুলিশের হাতে তুলে দেয় এলাকার মানুষ।