Uncategorized
অবশেষ ধরা পড়ল সিঙ্গুরে একই পরিবারের চার জনকে কুপিয়ে খুনের মূল অভিযুক্ত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষ দুই মাস পরে ধরা পড়ল সিঙ্গুরে একই পরিবারের চার জনকে কুপিয়ে খুনের মূল অভিযুক্ত যোগেশ প্যাটেল। তাঁকে গ্রেফতার করেছে সিঙ্গুর থানার পুলিশ। গত ২ ডিসেম্বর সিঙ্গুরের নান্দা বাজারে কাঠের মিলের ভিতর একই পরিবারের চার জনকে কুপিয়ে খুন করে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত যোগেশ প্যাটেল।
মিলের মালিক মাভজি প্যাটেল, ছেলে দীনেশ প্যাটেল, দীনেশের স্ত্রী অনুসুয়া প্যাটেল ও তাঁদের ছেলে ভাবিক প্যাটেলকে খুন করে ফেরার ছিল মূল অভিযুক্ত দীনেশের মামাতো ভাই যোগেশ। ওইদিন রাতে কাঠের মিলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন যোগেশের ছোটভাই দীপক প্যাটেল। ভোর ছ’টা নাগাদ মিলের পিছনের টিনের শেড টপকে কাঠের মিলে ঢোকেন যোগেশ। দোলতায় উঠে পিশশমশাই মাভজি প্যাটেলকে পিছন দিক থেকে মাথায় লোহার ভাড়ি বস্তু দিয়ে আঘাত করেন। এরপর দোতলার দরজায় টোকা মেরে ডাকেন দাদা দীনেশ প্যাটেল ও বৌদি অনুসুয়াকে।তাঁরা দরজা খুলতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন।
এরপর ঘরে ঢুকে ছেলে ভাবিক প্যাটেলকে ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে খুন করেন। খুনের পর যোগেশ গা ঢাকা দেন। পরে পুলিশ দীপক প্যাটেলকে গ্রেফতার করলেও যোগেশ ফেরার ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’মাসের বেশি সময় ধরে হুগলি জেলার বিভিন্ন জায়গায় ও রেল স্টেশনে ঘুরেছে যোগেশ।একমুখ দাঁড়ি গোঁফ নিয়ে ঘুরছিলেন। তাঁকে চেনা দায় ছিল। এরকমই ভবঘুরের মতো বুধবার রাতে সিঙ্গুরে তাঁকে ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশি জেরায় যোগেশ জানিয়েছেন, সম্পত্তি নিয়ে গন্ডোগোল ছিল পিসতুতো দাদা দীনেশের সঙ্গে। সেই কারণেই তাঁর গোটা পরিবারটাকেই শেষ করে দিয়েছেন যোগেশ।