আন্তর্জাতিক
ইন্দোরে লতা মঙ্গেশকরের নামে সংগীত একাডেমি খুলছে মধ্যপ্রদেশ সরকার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। ইন্দোরেই বাবা দীনানাথ মঙ্গেশকরের কাছে সঙ্গীতের প্রাথমিক পাঠ নেন লতা। এরপর সেই সংগীতের সৌজন্যে আজ তিনি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
পেয়েছেন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন । গতকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে দেশের পাশাপাশি গোটা বিশ্ব শোক প্রকাশ করা হয়। দেশের একাধিক রাজ্য সরকার লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এবার লতা মঙ্গেশকরের স্মৃতি রক্ষার্থে বড় ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার সকালে লতা মঙ্গেশকরের জন্মভূমি ইন্দোরে সংগীত একাডেমি খোলার কথা ঘোষণা করলেন।
পাশাপাশি, একটি সংগ্রহশালা তৈরি করা হবে। এবং সেখানে লতা মঙ্গেশকরের মূর্তি বসানো হবে বলেও ঘোষণা করেছেন মধ্যে প্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়াও লতা মঙ্গেশকরের জন্মস্থান এলাকার নাম লতা মঙ্গেশকর মার্গ রাখার কথাও ঘোষণা করেছেন। তাঁর জন্ম বার্ষিকীতে ‘লতা মঙ্গেশকর পুরস্কার’ দেওয়ার কথাও ঘোষণা করলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।