দেশের খবর
প্রেমিকা যমুনায় ঝাঁপ দিলেও দিলেন না প্রেমিক! সাঁতরে ফিরে থানায় প্রেমিকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যমুনায় ঝাঁপ দিতে যাচ্ছিল। সঙ্গে ছিল সেও। কিন্তু সবকিছু ওলট-পালট হয়ে গেল! বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দু’জনে। তাঁদের সম্পর্ক পরিবার, সমাজ কেউ মেনে নেবে না। তাই দু’জনে অনেক ভেবে-চিন্তে যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিকল্পনামাফিক নির্দিষ্ট দিনে দু’জনে হাত ধরে পৌঁছে গিয়েছিলেন যমুনার তীরেও। কিন্তু জলে ঝাঁপ দেওয়ার সময়ই ‘কাহানি মে টুইস্ট’। ওই মহিলা জলে ঝাঁপ দিলেও তাঁর প্রেমিক জলে ঝাঁপ না দিয়ে ডাঙ্গাতেই দাঁড়িয়ে রইলেন! তাই দেখে সাঁতরে তীরে ফিরে এসে প্রেমিকের বিরুদ্ধে থানায় বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২ বছর বয়সী ওই মহিলা বয়সে বছর দু’য়েকের ছোট চান্দু নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের এই পরকীয়ার সম্পর্ক মাসখানেক বেশ ভালোই চলছিল। কিন্তু সমস্যার সূত্রপাত মাসখানেক আগে। ওই মহিলা তাঁর ছয় বছরের কন্যাকে নিয়ে কিছুদিনের জন্য পুণেতে বেড়াতে গিয়েছিলেন। সেই ফাঁকেই ওই মহিলাকে না জানিয়ে বিয়ে করে ফেলেন ‘প্রেমিক’ চান্দু। গত ১৮ মে প্রয়াগরাজে ফিরে মহিলা তাঁর প্রেমিকের বিয়ে করার কথা জানতে পারেন। সেই নিয়ে দুজনের মধ্যে বিস্তর অশান্তিও হয়। তারপরই দু’জনে মিলে সিদ্ধান্ত নেন যে তাঁরা যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। আত্মহত্যার দিনক্ষণও ঠিক করে ফেলেন তাঁরা। কিন্তু নির্দিষ্ট দিনে যমুনার তীরে যাওয়ার পরই ঘটল এই ঘটনা।
ওই মহিলা অভিযোগ করেছেন, আত্মহত্যা করার জন্য তাঁরা দু’জনেই নির্দিষ্ট দিনে যমুনা নদীর ওপর সেতুতে হাজির হয়েছিলেন। কিন্তু তিনি জলে ঝাঁপ দিলেও ওই যুবক ঝাঁপ দেননি। সেই দেখে তড়িঘড়ি তিনি সাঁতার কেটে পাড়ে ফিরে আসেন। তারপরই ওই যুবকের বিরুদ্ধে কয়েদগঞ্জ থানায় বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মহিলা। পুলিশ অভিযুক্ত ওই যুবককে আটক করেছে।