বাংলার খবর
প্রয়াত হলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, শোকের ছায়া শিল্প-সংস্কৃতি মহলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত সপ্তাহে পর পর চলে গিয়েছেন শাঁওলী মিত্র, পণ্ডিত বিরজু মহারাজ ও নারায়ণ দেবনাথ। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলার শিল্প ও সংস্কৃতি জগৎ। দু’দিন আগেই প্রয়াত হয়েছেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক।
সেই শোক কাটিয়ে ওঠার আগেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। সোমবার সকালে কলকাতার বাড়িতেই প্রয়াত হন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল শিল্পীর কর্মভূমি। জীবনের শেষ দিন পর্যন্ত প্রফুল্ল সরকার স্ট্রিটের একটি বাড়িতেই থাকতেন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্প ও সংস্কৃতি জগতে। ভাই ও বোনেদের সঙ্গেই থাকতেন অবিবাহিত ওয়াসিম।
সোমবার সকালে হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানানো হয় বাড়িতেই মৃত্যু হয়েছে শিল্পীর। মূলত পোট্রেট পেন্টিংয়ের জন্যই বিখ্যাত ছিলেন ওয়াসিম কাপুর। জানা গিয়েছে অভিনেত্রী শাবানা আজমির বাবা তথা উর্দু কবি কাইফি আজমির পোট্রেট আঁকছিলেন তিনি। ইচ্ছে ছিল শাবানা আজমি ও তাঁর স্বামী তথা প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারকে ছবিটা উপহার দেবেন। কিন্তু সেই ছবি আর শেষ করে যেতে পারলেন না। দুবাই থেকে শিল্পীর বোনের আসার কথা রয়েছে। তিনি এলেই আগামী বুধবার ইসলাম মতে অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে। এই দু’দিন তাঁর দেহ পিস হেভেনে রাখা থাকবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শিল্পকলা নিয়েই বেঁচে ছিলেন সারাজীবন। তিনি তাঁর চিত্রকর্মের মধ্যে দিয়েই সকলের মনে জীবিত থাকবে বলে