আন্তর্জাতিক
শেষরক্ষা হল না প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। হল না শেষরক্ষা। শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরের একটি জনসভায় রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন আবে। সেই সময় শ্যুটআউটের ঘটনাটি ঘটে। গুলি লাগে শিনজের বুকে, ঘাড়ে এবং হাতে। প্রথমবার গুলি চালানোর পর মাটিতে লুটিয়ে পড়েন আবে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরও হল না শেষ রক্ষা। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন আবে।
জানা গিয়েছে, হাসাপাতালে শিনজো আবের (Shinzo Abe) অবস্থা অতি সংকটজনক হওয়ার খবর জানান বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, “চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর সমস্তরকম প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু, বর্তমানে তাঁর অবস্থায় অত্যন্ত সংকটজনক।” শিনজো আবের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন: গভীর রাতে বৌমার সঙ্গে পরকীয়া, ঘরে ঢুকে যা করলেন শ্বশুর…
এমনকী, তাঁর হৃদযন্ত্রও কার্যত স্তব্ধ হয়েছে। এমনটাই জাপান সংবাদমাধ্যম সূত্রে খবর মেলে। এরপরই অশ্রু নয়নে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করেন বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, “এমন ঘটনা বিশ্বের কোনও গণতান্ত্রিক দেশে কাম্য নয়।”
শুক্রবার সকাল স্থায়ী সময় সকাল ১১টা নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সেই সময় আততায়ী প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জাপান সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায় গুলি লাগে। মোট দু’টি গুলি ছোঁড়া হয় আবেকে লক্ষ্য করে।
আরও পড়ুন: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে!
গুলিবিদ্ধ হওয়ার পর রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় শিনজোকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুলিবিদ্ধ হওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানা যায়।