দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে ভাঙচুর
Connect with us

দেশের খবর

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে ভাঙচুর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পরিচালক বিবেক অগ্নিহোত্রির কাশ্মীরি পণ্ডিতদের জীবন কাহিনী নিয়ে তৈরি ‘The Kashmir Files’ নিয়ে মুখ খোলায় এবার গেরুয়া শিবিরের হামলার মুখে পড়লেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী Arvind Kejriwal।

জানা গিয়েছে, দিল্লি বিধানসভায় কাশ্মীরি ফাইলস সিনেমার সমালোচনা এবং এই ছবি নিয়ে বিজেপি শিবিরকে কটাক্ষ করেন তিনি। শুধু তাই নয়, সিনেমাটি তিনি ইউটিউবেও আপলোড করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন পরিচালককে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতামন্ত্রীরা।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্যের পরই বিজেপি সাংসদ তেজস্বভি যাদবের বিরুদ্ধে উঠেছে আপনেতার দিল্লির বাসভবনের প্রধান গেট ভাঙচুরের অভিযোগ। আম আদমি পার্টির অফিসিয়াল টুইটারের তরফে এই বিষয়ে বিজেপি শিবিরকেই এই ঘটনার জন্য দায়ি করা হয়েছে। ওই টুইটে বলা হয়েছে,”বিজেপি বাহিনীর দ্বারা দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নিজবাসভবনে হামলা চালানো হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে CCTV ক্যামেরা। মুখ্যমন্ত্রীর বাড়ির প্রধান গেট এবং মারধর করা হয়েছে নিরাপত্তারক্ষীদেরও। সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে বিজেপি পরিচালিত দিল্লি পুলিশের মদতে। এটাই কী কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে মুখ খোলার ফল?”

Advertisement

 

Advertisement

আরও পড়ুন: তীব্র হচ্ছে অর্থনৈতিক সঙ্কট, ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখবে শ্রীলঙ্কা

এদিকে এই ঘটনার খবর চাউর হতেই মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার তীব্র নিন্দা করেছেন অন্যান্য আপনেতারা। এই বিষয়ে দিল্লির উপ মুখ্যমন্ত্রী Manish Sisodia টুইট করে বলেন,”খুবই আশ্চর্যজনক ঘটনা। বিজেপির লোকেরা যখন সিএমের বাড়িতে হামলা চালাচ্ছিল তখন দিল্লি পুলিশ কী করছিল? নাকি পুরোটাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে ঘটানো হয়েছে?”

যদিও এই বিষয়ে এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে Delhi-এর মুখ্যমন্ত্রী Arvind Kejriwal বলেন,”বিধানসভায় আমি বিজেপিকে নিয়ে হাসাহাসি করেছিলাম। কাশ্মীরি ফাইলস নিয়ে নয়। আমি বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছিলাম, কাশ্মীরি পণ্ডিতদের সমালোচনা করতে নয়। চারিদিকে চোখ মেললেই কাশ্মীরি ফাইলস ছবির পোস্টারের সঙ্গে BJP নেতামন্ত্রীদের ছবি। আমি এটার প্রতিবাদ জানিয়েছিলাম। বিজেপির নেতামন্ত্রীরা কি কাশ্মীরি ফাইলসের প্রচার বাড়াতে রাজনীতিতে এসেছে?”

Advertisement

আরও পড়ুন: হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি, শাস্তির মুখে কর্ণাটকের ৭ স্কুল শিক্ষক

তবে এদিনের এই ঘটনায় এখনও পর্যন্ত BJP এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.