Uncategorized
কৌতুকই ডেকে আনল প্রেমিক-প্রেমিকার সম্পর্কে ভাঙ্গন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভালো কিছু যেমন জানতে পারা যায়, আবার অনেক খবর শুনে মন খারাপও হয়ে যায় কখনও কখনও। এ রকমই এক খবর পাওয়া গিয়েছে ক’দিন আগে। সব সম্পর্কের ভিত হল বিশ্বাস।
কিন্তু ভালোবাসা অর্থাৎ প্রেমিক-প্রেমিকা অথবা স্বামী-স্ত্রী’র সম্পর্কে এই বিশ্বাসটাই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একবার যদি এই বিশ্বাস ভেঙে যায় বা নড়ে যায় তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ কী, তা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। অনেকে বিশ্বাস ভাঙাকে সম্পর্ক ভাঙ্গনের ইঙ্গিত মনে করেন। সোশ্যাল মিডিয়াতে এমনি এক হৃদয়বিদারক কাহিনী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমান যুগে ‘প্রাঙ্ক’ শব্দটি বেশ পরিচিত। এই শব্দটির সমার্থক শব্দ হিসাবে মজা শব্দটিকে বোঝানো যেতে পারে। কিন্তু এই মজাই এক প্রেমের সম্পর্ককে করে দিয়েছে নষ্ট। কি ছিল সেই মজায়? এক প্রেমিকা তাশর প্রেমিকের সঙ্গে মজা করতে চেয়েছিলেন। আর দেখতে চেয়েছিলেন, প্রেমিকের তাঁর প্রতি নিষ্ঠা কতটা। হয়তো তিনি কিছুটা প্রেমিকের বিশ্বাসের পরীক্ষাও নিতে চেয়েছিলেন। কিন্তু নিছক মজা যে এমন সাজা হয়ে আসবে, সেটা একটিবারের জন্যেও তাঁর মনে আসেনি। প্রেমিকা তাঁর প্রেমিককে ফোনে মেসেজে বলেছিলেন যে তিনি তাঁর বিষয়ে সবকিছু জানতে পেরে গিয়েছেন।
এবং তিনি তাঁর বিশ্বাস নিয়ে খেলা করেছেন। এরপর তিনি ভেবেছিলেন যে তারঁ প্রেমিক হয়তো বিস্মিত হয়ে ক্ষমা চেয়ে নেবেন। আর তখন তিনি যে মজা করছিলেন সেটা প্রকাশ করবেন। আর একটা বেশ কৌতুকঘন মুহূর্ত তৈরি হবে। কিন্তু যা হল, তাতে প্রেমিকা নিজেই অবাক। প্রেমিকার কাছে প্রেমিক স্বীকার করে নেন যে তিনি এক রাতের জন্যই ভুলটি করেছিলেন। এ কথা শোনার পর প্রেমিকার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ, এরকম উত্তরের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। প্রেমিকা তাঁর প্রেমিকের এই কথা শুনে সম্পর্ক ছিন্ন করতে চান। কারণ তা্র বিশ্বাস যে ভেঙেছে তাঁর সঙ্গে তিনি চায় না আর সম্পর্ক রাখতে। যদিও পরে তাঁর প্রেমিক বলেছেন যে তিনিও মজা করেই কথাটি বলেছিলেন।প্রেমিকা তার এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশ্যাল ভিডিওতে। এই পুরো কথাবার্তার ভিডিওটি টিকটক-এ তাঁর বন্ধুদের সঙ্গেও শেয়ার করেছেন।