দেশের খবর
প্রবল তুষার ঝড়েও লক্ষ্য স্থির রেখে সীমান্ত রক্ষা করে চলেছে জওয়ানরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একটু ঠাণ্ডা পড়তেই মানুষ জড়সড় হয়ে পড়ে এবং আশ্রয় নেয় লেপের তলায়। বৃষ্টি হলেই কোনও ছাদের নিচে আর গরম পড়লেই পৌঁছে যায় ফ্যনের নীচে, বা গাছের নীচে গিয়ে একটু শরীর জুড়িয়ে নেওয়া। কিন্তু এই শীত, গ্রীষ্ম, বর্ষার তোয়াক্কা না করে দেশের সীমান্ত তথা দেশকে রক্ষা করে চলেছে দেশের সেনা বাহিনী।
দেশ বাসীকে সুরক্ষিত রাখার জন্য সেনাবাহিনীর ভূমিকার কথা সবার জানা। কিন্তু অনেকসময় অনেক ব্যক্তি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এবার তাঁদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ভিডিও সামনে আসছে। জম্মু কাশ্মীরে এবং পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে প্রবল তুষার ঝর। আর এই তুষার ঝড়ে এক হাঁটু বরফের নীচে দাড়িয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন দেশের বীর জওয়ানরা।
সমতল থেকে প্রায় ১৭ হাজার মিটার উঁচুতে প্রবল তুষার ঝড়ে দাঁড়িয়ে রয়েছেন সেনারা। প্রবল বেগে তুষার ঝড় ধাক্কা মারলেও নিজেদের দায়িত্ব থেকে এক চুলও নড়ছেন না সেনা জওয়ানরা। উত্তর কাশ্মিরের কুপওয়ারায় তুষার ঝড়ের প্রবল বেগ থাকলেও নিজেদের লক্ষ্য থেকে সরে আসছেন না সেনা জাওয়ানরা। এই ছবি সামনে আসতেই, দেশের মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, সমস্ত সেনা জাওয়ানদের সুস্থ্য রাখার জন্য। কারণ, এই সেনাবাহিনীর জন্যই দেশ সুরক্ষিত, দেশবাসী সুরক্ষিত।