বাংলার খবর
এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ শুরু তদন্ত কমিটির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির তদন্তে কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা হাইকোর্ট নিযুক্ত তদন্ত কমিটি।
চিঠি পাঠিয়ে বৃহস্পতিবারই সল্টলেকের ইন্দিরা ভবনে কমিটির দফতরে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছিল সুবীরেশবাবুকে। জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘তদন্ত কমিটির দফতরে গিয়েছিলাম। তবে কী কথাবার্তা হয়েছে সেই বিষয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না।’ হাইকোর্ট গঠিত তদন্ত কমিটির সদস্য অরুণাভ বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন, সুবীরেশবাবুকে ডাকা হয়েছিল, উনি কমিটির সামনে হাজির হয়েছিলেন। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশবাবু। তাঁর আমলে গ্রুপ-ডি’র বহু নিয়োগ হয়। সেইসব নিয়োগের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকেই নিয়োগের সুপারিশ করা হয়েছিল। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির বিষয়ে সুবীরেশবাবুর বক্তব্য রেকর্ড করা হয়েছে।
মূলত ২০১৬ সালের গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুবীরেশবাবুকে জিজ্ঞাসাবাদের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে শিক্ষামহলে। সূত্রের খবর, ফের তলব করা হতে পারে তাঁকে। গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ২০২১ সালের ৬ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ চার সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি তৈরি করে। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগকে। স্কুল সার্ভিস কমিশনের সদস্য আশুতোষ ঘোষ, ডেপুটি সেক্রেটারি পারমিতা রায় এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়কে কমিটির সদস্য করা হয়েছিল। কমিটিকে বলা হয়েছিল দুই মাসের মধ্যে সিঙ্গল বেঞ্চে তদন্ত রিপোর্ট জমা দিতে। তবে সময়মতো সেই রিপোর্ট জমা পড়েনি। সূত্রের খবর, আদালতের কাছে বর্ধিত সময় চেয়েছে তদন্ত কমিটি।