বাংলার খবর
ধূপগুড়িতে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার সাতসকালে ধূপগুড়িতে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শীত পড়েছে। তাই সকালে কুয়াশা ঢাকা এলাকা। অভিযোগ সেই সুযোগেই জনশূন্য এলাকা দেখে এক মহিলার ঘরের ভিতর ঢুকে পড়েন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আর তাতেই উত্তেজনা ছড়াল এলাকায়।
সেই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর দড়ি দিয়ে বেঁধে চলে বেধড়ক মারধর। ধূপগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মহাকাল পাড়া এলাকার ঘটনা। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। অভিযোগকারী মহিলা হিন্দু দেবীপ্রসাদ জানিয়েছেন, ভোরবেলা তিনি বাইরে বেরিয়ে ছিলেন।
আর সেই সুযোগে তাঁর পিছনে পিছনে ওই ব্যক্তি ধাওয়া করে আচমকাই ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেন। এরপর তাঁর গলা চেপে ধরেন। এবং তাঁর সঙ্গে ধস্তাধস্তি করতে শুরু করেন। কিন্তু কোনও রকমে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে চিৎকার করলে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে। হাসপাতালে নিয়ে আসার পর সেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। পরবর্তীতে সেই ব্যক্তির পরিবারের সদস্যরা হাসপাতালে আসে। এরপর তাঁদের হাতে সেই ব্যক্তিকে তুলে দেওয়া হয়।