দেশের খবর
পর্যটকদের নৌকায় ভেঙে পড়ল পাহাড়! মৃত ৯

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিপদ কখন, কীভাবে, কোন পথে আসে, তা কেউই বলতে পারে না। সেইরকমই ছুটি উপভোগ করতে হৃদের জলে নৌকা বিহার ব্যস্ত থাকা পর্যটকরাও বুঝতে পারেননি তাঁদের দিকে এগিয়ে আসছে মৃত্যু। হঠাৎ পর্যটকদের নৌকার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ! ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত পর্যটকের।
আহত হয়েছেন ন’জন। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সুল মিনাস হ্রদে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে শিউরে উঠছেন সকলেই। ব্রাজিলের সুল মিনাস হ্রদে নৌকায় চেপে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন বহু পর্যটক। পাহাড়ের গা ঘেঁষে হ্রদের জলে পর্যটকদের বেশ কয়েকটি নৌকা দাঁড়িয়ে ছিল।
হঠাৎই ছোট ছোট পাথরের টুকরো ওপর থেকে গড়িয়ে হ্রদে পড়তে দেখেন পর্যটকরা। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে পর্যটকদের সেই নৌকাগুলোর ওপর ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। তার নীচেই চাপা পড়ে জলে তলিয়ে মৃত্যু হয় সাত পর্যটকের। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘটনায় বহু পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ন’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।