শোভনের আমলে কলকাতা পুরসভার বিরুদ্ধে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
Connect with us

বাংলার খবর

শোভনের আমলে কলকাতা পুরসভার বিরুদ্ধে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও সিবিআই-এর জালে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বেআইনি নির্মাণের অভিযোগে ২০১৮ সালে কলকাতা পুরসভার বিরুদ্ধে হওয়া মামলায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনাচক্রে সেইসময়ে মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বালিগঞ্জ হেরিজেট জোনে হেরিটেজ ত্রিপুরা ভবনের একাংশে বেআইনী নির্মাণের অভিযোগে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে কলকাতা পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কী ভাবে পুরসভা ও হেরিটেজ কনসার্ভেশন কমিটি বেআইনি নির্মাণের অনুমতি দিল এবং এক্ষেত্রে কোনও আর্থিক দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখে আগামী ২০ জুনের মধ্যে সিবিআই কে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

২০১০ সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন শোভন চট্টোপাধ্যায়। ২০১৮ পর্যন্ত কলকাতার মহানগরিকের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকায় মেয়রের পদ থেকে ইস্তফা দেন শোভন। পরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরেও নাম লেখান। ইদানিং সময় রাজনীতির বৃত্তে তাঁকে দেখা না গেলেও, নারদ মামলা, বৈশাখী চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের জেরে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন শোভন। গত বছরই নারদ মামলায় নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর সিবিআই তাঁকে গ্রেফতার করে। তাঁর সঙ্গে ফিরহাদ হাকিম, মদন মিত্র, প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। অনেক নাটকের পর মধ্যরাতে তাঁদেরকে নিয়ে যাওয়া হয় আলিপুর সেন্ট্রাল জেল। তারপরও স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ, সম্পত্তিগত মামলায় এবং বান্ধবী বৈশাখী চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে খবরে এসেছেন শোভন। এরপর বৈশাখীর সঙ্গে কখনও ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে চড়া, ফ্ল্যাটের ব্যালকনিতে দু’জনের নাচ, কাশ্মীরে বরফের মধ্যে, টিউলিপ গার্ডেনে একসঙ্গে দু’জনের ঘুরে বেড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এবার আবার সিবিআই এর জালে জড়িয়ে পড়লেন শোভন চট্টোপাধ্যায়।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.