নবম ও দশমে নিয়োগে নম্বর সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
Connect with us

বাংলার খবর

নবম ও দশমে নিয়োগে নম্বর সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও অস্বস্তি বাড়লেও স্কুল সার্ভিস কমিশনের। ২০১৬ সালের এসএলএসটি নবম ও দশম শ্রেণীর নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠল। সেই কারণে বৃহস্পতিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত নতুন করে কোনও নিয়োগ করা যাবে না বলেও এদিন নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যেই প্রার্থীর লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর-সহ নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে ২০ হাজার জনের মেধাতালিকা আগামী ১০ দিনের মধ্যে কমিশনকে ওয়েবসাইটে প্রকাশ করতে বলেছে কলকাতা হাই কোর্ট। এই তালিকা প্রকাশ না করা পর্যন্ত রাজ্য নতুন কোনও নিয়োগ করতে পারবে না।

নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সোমা সিনহা নামে এক পরীক্ষার্থী। এদিন সেই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এই মামলাতেই মামলাকারী অভিযোগ করেছেন, ২০১৭ সালে যে প্যানেল প্রকাশিত হয়েছিল তাতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর উল্লেখ করা ছিল না। তার জন্য পরীক্ষার্থীরা কত কী স্থান পেয়েছেন, তা বোঝা যাচ্ছিল না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেছেন, ‘কমিশন যদি স্বচ্ছ হয় তাহলে নম্বর প্রকাশে অসুবিধা কোথায়। পরীক্ষার্থীদের ভরসা পাওয়ার কথা। কিন্তু পরীক্ষার্থীরা ভরসা পাচ্ছেন না। সেই কারণেই পুনরায় প্যানেল প্রকাশ করা উচিত।

পরীক্ষায় কোনও স্বজনপোষণ হয়েছে কিনা তা নম্বরের ব্রেকআপ ছাড়া বোঝা সম্ভব নয়। তাই কমিশনকে ১০ দিনের মধ্যে পুণরায় ব্রেকআপ নম্বরসহ মেধা তালিকা প্রকাশ করতে হবে। নম্বরের বিস্তারিত ব্রেকআপ ছাড়া তালিকা প্রকাশ অর্থহীন। তাই লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, পার্সোনালিটি টেস্টের নম্বর সহ যাবতীয় নথি প্রকাশ করতে হবে আগামী ১০ দিন, অর্থাৎ ২০ মের মধ্যে। পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা না দেখা পর্যন্ত নবম ও দশমে ১৭ জুন অবধি কোনও নিয়োগ করতে পারবে না এসএসসি।’ মামলার পরবর্তী শুনানি ২০ মে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.