বাংলার খবর
পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না আগামীকাল কমিশনকে জানানোর নির্দেশ হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের মামলা গত সোমবারই ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মিনেই এবার কলকাতা হাইকোর্টে মামলা করল রাজ্য বিজেপি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি।
কিন্তু সুপ্রিম কোর্টেরবিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ মামলাটি খারিজ করে দেন এবং আবেদনকারীকে নির্দেশ দেন, ‘হাইকোর্টের কাছে বিষয়টি আপনারা জানান।’ আজ সেই আবেদন নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামীকাল অর্থাৎ বুধবার সকাল সাড়ে দশটায় আবার মামলার শুনানি রয়েছে। আজকের শুনানিতে কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা, তা নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে জানতে চান বিচারক। কমিশনের আইনজীবী জানান, ব্যাপারটা জানাতে একটু সময় লাগবে।
তাই আগামীকাল বিষয়টি জানানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য বিজেপির দাবি, কলকাতা পুরভোটে পূর্ণিমা চক্রবর্তী-সহ তাদের চার প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাদের প্রার্থীরা আতঙ্কিত হয়ে প্রচার করতে পারছেন না। সেই কারণেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের এই দাবিকে উড়িয়ে দিয়ে মঙ্গলবারে শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি অভিযোগ করছে যে তাদের প্রার্থীরা হুমকি পাচ্ছেন। অথচ এখনও কেউ আতঙ্কিত হয়ে বা চাপের মুখে মনোনয়ন প্রত্যাহার করেননি।
৩০ নভেম্বরের পর এই নিয়ে নতুন কোনও অভিযোগও বিজেপির তরফ থেকে করা হয়নি। আর পুলিশ যে কোনও ব্যবস্থা নেয়নি, তার প্রমাণ কি দিতে পারবেন অভিযোগকারীরা! ত্রিপুরাতেও পৌর নির্বাচনের জন্য সেখানকার নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল। তবুও সেখানে হিংসার ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং অবাধে ভোট করতে প্রস্তুত। পুলিশ ও প্রস্তুত রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এখনও কেন্দ্রীয় বাহিনী চায়নি। তবে কমিশন চাইলে এখানেও কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে।’ এরপরই আদালত নির্দেশ দেয়, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না, তা আগামীকাল আদালতে জানাতে হবে কমিশনকে।