রাজ্যপালের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টের
Connect with us

বাংলার খবর

রাজ্যপালের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যপালের পদে থেকে সাংবিধানিক এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করার অভিযোগে রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলা শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। শুক্রবার মামলার শুনানিতে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, রাজ্যপালের কাজে কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না আদালত।

তাই রাজ্যপালের বিরুদ্ধে করা মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। সংবিধান রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে কোনও ভাবেই বাধ্য নন। জগদীপ ধনকর রাজ্যের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই একের পর এক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। রাজ্য সরকার এবং রাজ্যপাল বিবাদে নতুন মাত্রা যোগ হয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার ও সন্ত্রাসের অভিযোগ ওঠে। বিরোধী দলগুলোর অভিযোগ, তাদের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে, বহু মানুষ ঘর ছাড়া।

এরপর থেকেই রাজ্যপাল ছুটে গিয়েছিলেন আক্রান্ত পরিবারগুলোর কাছে। এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। এরপর থেকেই তিনি একাধিকবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইন ও সংবিধান বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালকে ব্লক পর্যন্ত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজভবন থেকেই পেগাসাসের মাধ্যমে ফোন ট্যাপ করা হতো বলেও অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত এতটাই চরমে ওঠে যে জগদীপ ধনকরকে রাজ্যপালের পদ থেকে করানোর জন্য রাজ্যসভা ও লোকসভায় আবেদন করেন শুখেন্দু শেখর রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা।

Advertisement

এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেও জগদীপ ধনকরকে সরানোর দাবি করেন সৌগত রায়। এরপর রাজপাল এবং রাজ্য সরকারের ঝামেলায় নতুন মাত্রা যোগ হয়। রাজ্যপালের পদে থেকেও সাংবিধানিক এক্তিয়ার বহির্ভূত কাজের অভিযোগ তুলে জগদীপ ধনকরের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। গত ১৪ ফেব্রুয়ারি হাই কোর্টে এই মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল।

শনিবার সেই মামলাই খারিজ করে দিলেন বিচারপতিরা। তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এ রকম কোনও পদক্ষেপ আদালত নিতে পারে না তারা। পাশাপাশি, রাজ্যপালের তরফে প্রশ্ন করতে গিয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল যে দাবি তুলেছিলেন, তাও খারিজ করে দিয়েছে আদালত। তিনি দাবি করেছেন, যে আইনজীবী এই মামলা করেছেন, তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা হোক। নিছক প্রচার পাওয়ার জন্য এ রকম মামলা দায়ের হয়েছে। কিন্তু আদালত সেই দাবি খারিজ করে দিয়েছে।

Advertisement
Continue Reading
Advertisement