বিনোদন
পাহাড় কে ভালবেসে পাহাড়েই প্রাণ দিলেন নায়িকা

বেঙ্গল এক্সপ্রেসঃ পরপর বিনোদনের জগতের উজ্জ্বল তারকাদের আলো কেমন যেন নিভে যাচ্ছে। গত মঙ্গলবার অর্থাৎ ২৩-০৫-২০২৩ তারিখে মডেল, অভিনেতা আদিত্য সিং রাজপুত এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চোখের জল মুছতে না মুছতে আরেকটি মর্মান্তক ঘটনা ঘটে গেল অভিনয় জগতে।
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। “সারাভাই ভার্সেস সারাভাই” সিরিয়ালে অভিনয় করে খ্যেতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন নায়িকা। তার এই দুর্ঘটনার খবর জানিয়েছেন “সারাভাই ভার্সেস সারাভাই” সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।
আরও পড়ুনঃ দুর্নীতি মামলায় অভিযুক্ত পাক প্রাক্তন প্রধানমন্ত্রী পাশাপাশি তার স্ত্রীও জামিন পেয়ে গেলেন
নায়িকার মা ছিলেন পাহাড়ি এলাকার মেয়ে, তাই নায়িকারও পাহাড়ের প্রতি একটি পুরনো টান ছিল। সেই কারণে যখনই তিনি কাজে থেকে অবসর হতেন সঙ্গে সঙ্গে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন। আর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চন্ডিগড় এর কাছাকাছি একটি পাহাড়ি এলাকায়। পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় গাড়ি টার্ন করতে গেলে খাদের মধ্যে পড়ে যায়। ওই গাড়িতে নায়িকা একা ছিলেন না নায়িকার হবু বর ও ছিলেন।
আর এই ঘটনাটি নায়িকার পরিবারের কাছে পৌঁছতে না পৌঁছতে নায়িকার ভাই চন্ডিগড় এর উদ্দেশ্যে রওনা দেন। জানা গিয়েছে নায়িকার মৃতদেহ মুম্বাইতে নিয়ে আসা হচ্ছে। নায়িকা একাধিক প্রজেক্টে কাজ করেছেন যেমন দীপিকা পাড়ুকোন এর মুভি ছাপাক এও তিনি কাজ করেছেন তারপর আদালত, সিআইডি, কেয়া কসুর হে আমলা কা ইত্যাদি বিভিন্ন টিভি সিরিয়াল ও কাজ করেছেন তিনি। কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় পেয়েছিলেন সারাভাই ভার্সেস সারভাই সিরিয়ালে জেসমিনের চরিত্রে।