বাংলার খবর
সাংবাদিকের ঝুলন্ত দেহ উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। শনিবার সকালে জয়গাঁ থানার অধীন দলসিং পাড়ায় নিজের বাড়ির শৌচাগারে অনিল জয়সওয়ালের (৪২) ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা।
দ্রুত তাঁকে কালচিনির লতাবাড়ি গ্ৰামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনিল জয়সোয়াল দীর্ঘ বছর ধরে একটি হিন্দি দৈনিক পত্রিকার জেলা ব্যুরো চিফের দায়িত্ব পালন করেছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অনিলবাবু কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিককে শ্রদ্ধা জানান জেলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা। কালচিনি ব্লক প্রেস ক্লাবের তরফেও তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানো হয়। দলসিংপাড়া ব্যবসায়ী সমিতির তরফে রবিবার দোকান বন্ধ রেখে শোক দিবস পালন করা হয়।