বাংলার খবর
ট্রেনে আর থাকছেন না গার্ড! এবার থেকে দায়িত্ব সামলাবেন ট্রেন ম্যানেজার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ট্রেনে গার্ড থাকলেও এবার থেকে তাঁদের আর গার্ড বলা যাবে না! এখন থেকে ট্রেনের গার্ডরা হয়ে গেলেন ‘ম্যানেজার’! গার্ডদের নতুন নামকরণ করল রেল। টুইট করে রেলের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
তবে নতুন নামকরণ হলেও নিয়োগ পদ্ধতি থেকে পদোন্নতি, বেতন কাঠামো থেকে অন্যান্য সুযোগ-সুবিধার কোনও বদল হচ্ছে না বলেও জানিয়ে দিয়েছে রেল। কেন গার্ড থেকে ম্যানেজার করা হলহল, তা নিয়ে অবশ্য রেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এই দাবিটা নাকি অনেক দিনেরই। আর এই দাবির পিছনে প্রধান যুক্তি হল গার্ডদের সামাজিক পরিচয়। গার্ড বলতে সাধারণত নিরাপত্তারক্ষীদের বোঝানো হয়।
তাই অনেক সময় রেলের গার্ডদেরও নিরাপত্তারক্ষী ভেবে গুলিয়ে ফলে অনেক সংস্থা। সেই কারণেই গার্ডরা দাবি তুলেছিলেন ‘ম্যানেজার’ হওয়ার। গার্ডদের সেই দাবিকেই অবশেষে মান্যতা দিল রেল। নতুন নামকরণে তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বলেই মনে করছেন গার্ড তথা ম্যানেজাররা। এই নতুন নামকরণের ফলে রেলের বিভিন্ন গার্ডদেরও নতুন নামে ডাকা হবে। যেমন, অ্যাসিসট্যান্ট ট্রেন ম্যানেজার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার ইত্যাদি।