Uncategorized
ফুলশয্যার ভোরে আত্মঘাতী হলেন বর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফুলশয্যার ভোরে আত্মঘাতী হল বর! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়। হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে গত সাত তারিখ বিবাহ হয়েছিল ব্যারাকপুরের বর্ষা কুমারীর।দেখাশোনা করেই দু’জনের বিয়ের ঠিক করেছিলেন দুই পরিবারের লোকজন।
পেশায় গাড়ি চালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতি ছিল।ধুমধাম করেই বিয়ে হয়। বৃহস্পতিবার ছিল ফুলশয্যা। শুক্রবার ভোরে বর্ষা কুমারী ঘুম থেকে উঠে বাথরুমে গেলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তিনি ফিরে এসে দেখেন ওই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন আদর্শ।কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালে নিয়ে গেলে আদর্শ সাউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কিন্তু কী এমন ঘটনা ঘটল, যে ফুলশয্যার ভোরে আত্মহত্যার পথ বেছে নিলেন শালিমারের ওই যুবক! বর্ষা কুমারী জানান বিয়ের আগেও তাঁদের মধ্যে ফোনে কথা হতো। কোনোদিন কিছু বোঝা যায়নি। শুক্রবার ভোরে তাঁকে হাত-মুখ ধুয়ে আসার জন্য বলেছিলেন আদর্শ। আর বাথরুমে তিনি যেতেই এই ঘটনা ঘটে। পরিবারের লোকেরাও বুঝে উঠতে পারছেন না, কেন এই ঘটনা ঘটল! দু’জনের মধ্যে কারোর কোনও অন্য প্রেমঘটিত সম্পর্ক ছিল কিনা সেই প্রশ্নই উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ।