দেশের খবর
হাওড়া পুর নিগম থেকে বালি পৌরসভাকে আলাদা করার বিলে সই করলেন রাজ্যপাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে হাওড়া থেকে বালি পৌরসভার আলাদা হওয়ার জট কাটল। হাওড়া ও বালি পুরসভা আলাদা করার ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী ২০২১’ বিলে অবশেষে সই করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানিতে হাওড়া ও বালি পুরভোটে অনিশ্চয়তার বিষয়টি উঠলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চকে জানান যে, রাজ্যপাল ওই বিলে সই করে দিয়েছেন। ১৮৬২ সালে তৈরি হওয়া হাওড়া পুর নিগম থেকে ১৮৮৩ সালে আলাদা করা হয়েছিল বালি পৌরসভাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালের ১০ জুলাই আবারও হাওড়ার সঙ্গে সংযুক্তকরণ হয় বালি পৌরসভার। হাওড়া পুরনিগমের সঙ্গে যুক্ত হওয়ার পর বালি পৌরসভার আসন সংখ্যা ৩৫ থেকে কমে দাঁড়িয়ে ছিল ১৬। মামলায় হেরে গিয়ে গত নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয় হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার ‘দ্য হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল ২০২১’।
বিধানসভায় এই বিল পাস হয়ে গেলেও এত দিন সেই বিলে রাজ্যপাল সই না করায় ব্যাপারটা আটকে ছিল। কিন্তু রাজ্যপাল সই করে দেওয়ায় আর হাওড়া পুরনিগম এবং বালি পৌরসভার ভোট হতে কোনও অসুবিধা রইল না। গত বৃহস্পতিবারই পুরভোট সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টকে জানিয়েছিল আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৫ পুরনিগমে ভোট হবে। তার মধ্যে রয়েছে শিলিগুড়ি, আসানসোল, বিধান নগর, হাওড়া ও চন্দননগর। আর বাকি পৌরসভাগুলোর ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। জট কেটে যাওয়ায় আগামী ২৭ ফেব্রুয়ারি বালি পৌরসভায় ভোট হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন।